ফটোগ্রাফী জগতে এক বিস্ময়কর নাম মোস্তাফিজুর রহমান মিন্টু। বিশেষত মডেল শিল্প মাধ্যমে তার নাম
বহুল উচ্চারিত। বাংলাদেশের নিসর্গ, নদী, নীলিমাসহ মানুষের জীবনের নানা চালচিত্র এক অপরূপময়তায়
তার ক্যামেরায় বন্ধী হয়েছে। অসংক্য পুরস্কারও অর্জন করেছেন তিনি। বিষয় একটিই: ছবি আর ছবি। বর্নিল
আর নান্দনিক ছবি নিয়ে বড় বড় কোম্পানীর ক্যালেন্ডার, পোষ্টার, ভিউকার্ড, ক্যাটালগ করেছেন। দৈনিক,
সাপ্তাহিক, পাক্ষিক মাসিক সাময়িকী বিভিন্ন পত্রিকায় স্থির চিত্রগ্রাহক হিসেবে মিন্টুর ক্যামেরা চোখ ধাঁধিয়ে
দিয়েছে পাঠক ও দর্শকদের। ফ্যাশন ফটোগ্রাফীতেও তার জুড়ি মেলা ভার। আলোকচিত্রী হিসেবে তিনি
খ্যাতমান নন তিনি লেখক হিসেবেও তার প্রতিভার বিকাশ ঘটিয়েছেন। দৈনিক ইত্তেফাকের মহিলা অঙ্গনে
দীর্ঘদিন কাজ করেছেন। তাছাড়া বেতার বাংলা, সিনে তারকা, অর্থকণ্ঠ, ছায়ালোক, দৈনিক আমার সময়,
গণকণ্ঠ পরিত্রকায় কর্মরত আছেন। প্রকাশিত হয়েছে ফটোগ্রাফী বিষয়ক দুটি বই। মডিলিং এর উপর একটি
এবং প্রকাশিত হয়েছে দু'টো ফটো এ্যালবাম। দুটো চলচ্চিত্রের প্রযোজনায় যুক্ত ছিলেন। প্যাকেজ নাটক
প্রযোজনা, বিজ্ঞাপনচিত্রও নির্মান করেছেন মিন্টু। তার দেশের বাড়ী রাজশাহী, জন্ম ১৯৬৬ইং সালে। তার
পিতা আলোকচিত্রী ও লেখক লুৎফুর রহমান, পিতার প্রতিষ্ঠিত সেই ষাটের দশকের 'প্রতিছবি ফটোগ্রাফার্স'
যাকে এদেশের ফটো আর্কাইভ বলা চলে। এটি ঢাকার মহাখালির ওয়ারলেস গেটে অবস্থিত। যোগ্য পিতার
উত্তরসূরী। মিন্টুর ক্যামেরায়ও বন্ধী হয়ে আছেন দেশ, বিদেশের অসংখ্য গুণীজনের ছবি। যেমন: বর্তমান
দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা,
সাবেক রাষ্ট্রপতিগন, চলচ্চিত্রকার মৃণাল সেন, কবি শাসসুর রহমান, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, অভিনেত্রী
এন্ডো হেপবার্ন, নায়িকা শ্রীদেবী, রভিনা টেন্ডান, রেখা, মুনমুন সেন, ক্রিকেটার ইমরান খান, অর্থনীতিবিদ
অর্মত সেন, রাষ্ট্রপতি হোসেন মুহাম্মদ এরশাদ, জয় ও তারেক রহমান সহ বিশিস্ট ব্যক্তিবর্গের ছবি। নব্বই
দশকে মিন্টু চলচ্চিত্র তারকাদের নিয়ে ঢাকার জাতীয় জাদুঘরে একটি ফটো প্রদর্শনী করে সুধী মহলের
প্রশংসাসহ দৃষ্টি আকষর্ণ করেছেন। দেশের পত্র পত্রিকায় প্রকাশিত ছবির প্রচ্ছদ নিয়ে প্রদর্শনীর আয়োজন,
বিদেশে নির্বাচিত ছবির প্রদর্শনী তার কর্মকান্ডকে দেশে ও বিদেশে ছড়িয়ে দেয়ার এক যৌক্তিক প্রয়াস। মিন্টু
ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফিল্মক্লাব লিঃ, চলচ্চিত্র সাংবাদিক সমিতি ও বাংলাদেশ ফটোগ্রাফিক এসোসিয়েশন
এর সদস্য। তার পিতা-জাতির পিতা বঙ্গবন্ধুর ১০ টাকা ও ৫ টাকার ছবি তুলে খ্যাতি অর্জন করেন। মিন্টু
অনেক পুরস্কারও পেয়েছেন- শেরেবাংলা পদক, মাদার তেরেসাপদক, কাজী নজরুল ইসলাম পদক, কবি
আব্দুল হাকিম পদক, স্বাধীনতা সংসদ পদক, এশিয়ান জার্নিালিস্ট চ্যারিটেবল সোসাইটি পদক, ভারত-
বাংলাদেশ উৎসব সম্মাননা ২০২৪ পেয়েছেন।
Share My SHAREINFO Card